সিলেট ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৩
আন্তর্জাতিক ডেস্কঃঃ
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। গতকাল বুধবার এই ভূমিকম্প আঘাত হানে বলে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে।
মেক্সিকোর ন্যাশনাল সিসমোলজিক্যাল সার্ভিসের বরাতে আনাদোলু জানায়, স্থানীয় সময় বুধবার ৫ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্প হয়। ভূম্পিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির ওক্সাকা প্রদেশের ইউনিয়ন হিডালগো শহরের ৪৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি। এ ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে বেশ কয়েকটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি গত ৬ ফেব্রুয়ারি সিরিয়া সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্ব এলাকায় আঘাত হানে।