সিলেট ২২শে মে, ২০২২ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২০
ডেস্ক রিপোর্টঃঃ
চার বন্ধুর সমঝোতায় দীর্ঘদিন ধরে একে অপরের স্ত্রীকে ধর্ষণ করা অভিযোগ পাওয়া গেছে। ২০১০ থেকে পর্যায়ক্রমে এই ধর্ষণের ঘটনা ঘটছে৷ সিঙ্গাপুর হাউজিং অ্যান্ড ডেভলপমেন্ট বোর্ডে ২০১৪ সাল পর্যন্ত এ ঘটনা ঘটে৷আদালত জানায়, চার বন্ধু এমনভাবেই রুটিন বানাতেন যে একসঙ্গে তারা এক বাড়িতে গিয়ে যার বউ তিনি ছাড়া আর তিনজন সেই বাড়িতে থাকতো৷ বিষয়টি জানাজানি হওয়ার পর আরও চারজন বন্ধুর কাছেও নিজেদের স্ত্রীদের তুলে দেন৷ তারাও ধর্ষণ করেন৷
এ ঘটনায় মামলাও হয়েছে। সেখানকার আদালত এই মামলার শুনানির সময় ওই চার নারীর নাম গোপন রাখার প্রাথমিক শর্ত দিয়েছেন৷আদালতে নারীরা জানিয়েছেন, তারা দিনের পর দিন নিগৃহীত হয়েছেন। তাদের সুরক্ষা দেওয়া আদালতের প্রথম কর্তব্য৷