সিলেট ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, মে ৭, ২০২৩
আন্তর্জাতিক ডেস্কঃঃ
যুদ্ধবিধ্বস্ত সুদানে আটকে পড়া ৬৫০ বাংলাদেশি বর্তমানে পোর্ট সুদানে অবস্থান করছেন। সেখান থেকে জাহাজে সৌদি আরবের জেদ্দায় পৌঁছানোর অপেক্ষায় রয়েছেন তারা। সময়মতো জাহাজ না পাওয়ার তাদের মধ্যে ১৩৫ জনকে বিমানে করে জেদ্দা পাঠানো হচ্ছে।
আজ স্থানীয় সময় ভোর ৭টায় (বাংলাদেশ রোববার বেলা ১১টা) পোর্ট সুদান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৫ জন রওনা হন। সৌদির সামরিক বিমানে ইতিমধ্যে তারা জেদ্দা পৌঁছেছেন। বাকি ৯০ জন আজকের মধ্যে জেদ্দা পৌঁছাবে। জেদ্দা পৌঁছানো এই ১৩৫ আগামীকাল দেশে ফিরবেন। দেশে ফেরানোর ক্ষেত্রে নারী, শিশু ও বয়স্কদের প্রাধান্য দেওয়া হয়েছে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারি আমাদের সময়কে এ তথ্য নিশ্চিত করেন।
এ দিকে জেদ্দা পৌঁছানো বাংলাদেশি দ্রুত ফেরানোর জন্য রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী গত মঙ্গলবার সৌদি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন।
গত ১৫ এপ্রিল থেকে সুদানে বড় ধরনের সংঘাত চলছে। দেশটিতে দেড় হাজার প্রবাসী বাংলাদেশির মধ্যে ৬৫০ জন দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেন। সুদান পরিস্থিতি অনিরাপদ হওয়ায় বাকিদেরও ফিরে আসতে বাংলাদেশ সরকার অনুরোধ জানিয়েছে