প্রটোকল ছাড়াই জার্মানি সফরে জেলেনস্কি

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, মে ১৪, ২০২৩

প্রটোকল ছাড়াই জার্মানি সফরে জেলেনস্কি
Spread the love

১৮ Views

আন্তর্জাতিক ডেস্কঃঃ

কোনো প্রটোকল ছাড়াই জার্মানির রাজধানী বার্লিন সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর এই সফর নিয়ে বেশ গোপনীয়তা রক্ষা করা হয়। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে জেলেনস্কিকে বহনকারী উড়োজাহাজটি বার্লিনে অবতরণ করে।

 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর জেলেনস্কির এটাই প্রথম জার্মানি সফর। জেলেনস্কির উড়োজাহাজটি জার্মানির আকাশসীমায় প্রবেশ করলে জার্মান বিমান বাহিনীর অ্যালার্ম স্কোয়াডের দুটি ইউরোফাইটার উড়োজাহাজের প্রহরায় তিনি বার্লিনে এসে পৌঁছান।

জার্মানির গণমাধ্যমগুলো জানায়, ইউক্রেনের প্রেসিডেন্ট গতকাল সারা দিন ইতালি ও ভ্যাটিকান সফর করেন। এরপর রাতে জার্মান সরকারের একটি বিশেষ ভিআইপি উড়োজাহাজে তিনি বার্লিনের উদ্দেশে রওনা হন। জার্মান সরকারের পরিকল্পনা ছিল, কিয়েভ থেকে প্রেসিডেন্ট জেলেনস্কি বার্লিন পৌঁছালে জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টেইনমায়ার ও চ্যান্সেলর ওলাফ শলৎজ বিমানবন্দরে তাঁকে সংবর্ধনা জানাবেন। কিন্তু নিরাপত্তার কারণে সে পরিকল্পনা পরে বাতিল করা হয়।

 

ধারণা করা হচ্ছে, জেলেনস্কি সফরকালে জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টেইনমায়ার ও চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি আজ রোববার বিকেলে ইউরোপীয় মেধা পুরস্কার গ্রহণ করতে আখেন শহরে যাবেন। গত ডিসেম্বরে ইউক্রেনীয় জনগণকে ও প্রেসিডেন্ট জেলেনস্কিকে এই পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর আগে সবশেষ ২০২২ সালের ফেব্রুয়ারিতে জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়েছিলেন। রাশিয়ান আগ্রাসনের পর প্রথম ১০ মাস তিনি ইউক্রেন ছেড়ে কোথাও যাননি। গত বছরের শেষ থেকে তিনি বিভিন্ন দেশে সফরে যাচ্ছেন। এরই মধ্যে তিনি ওয়াশিংটন, ওয়ারশো, প্যারিস, লন্ডন, ব্রাসেলস, হেলসিঙ্কি ও হেগ সফর করেছেন।

 

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর জার্মান সরকার ইউক্রেনকে অস্ত্র সাহায্য দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে দীর্ঘ সময় নেয়। অবশ্য পরে জার্মান সরকার এই সিদ্ধান্ত থেকে সরে আসে। এবার ইউক্রেনের প্রেসিডেন্টের বার্লিন সফরের সময় ইউক্রেনকে আরও সামরিক সহায়তার প্রতিশ্রুতির বিষয়টি প্রস্তুত করা হয়েছে।

 

জার্মানির ডের স্পিগেল সংবাদপত্রটি আজ জানিয়েছে, গত কয়েক দিনে জার্মানির বিভিন্ন মন্ত্রণালয় ও চ্যান্সেলরের অফিস গোপন আলোচনার ভিত্তিতে ইউক্রেনকে ২ দশমিক ৭ বিলিয়ন ইউরো মূল্যের অতিরিক্ত অস্ত্র সরবরাহে একমত হয়েছে।

 

গত মঙ্গলবার ফ্রান্সের স্ট্রাসবার্গে ইইউ পার্লামেন্টে এক ভাষণে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তুলতে ইউক্রেনকে অব্যাহত সমর্থনের আশ্বাস দিয়েছিলেন।


Spread the love

Follow us

আর্কাইভ

June 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930