বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ সিলেটে

প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, মে ১৭, ২০২৩

৯৫ Views

ক্রিড়া প্রতিবেদকঃঃ

আফগানিস্তান জাতীয় দলের বাংলাদেশ সফরসূচি চূড়ান্ত হয়েছে। সূচি অনুসারে, আগামী ১০ জুন বাংলাদেশে আসবে তাঁরা। এ সফর হবে দুই দফায়। প্রথম দফায় একমাত্র টেস্ট ম্যাচটি হবে। এরপর দ্বিতীয় দফায় ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হবে। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সফরসূচি অনুসারে, ১০ জুন বাংলাদেশে পা রাখবে আফগানরা। পরদিন ঐচ্ছিক অনুশীলন। ১২ ও ১৩ জুন অনুশীলনের জন্য নির্ধারিত। ১৪ জুন শুরু ঢাকার মিরপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি। এরপর বিরতি।

 

 

 

১ জুলাই ফের বাংলাদেশে আসবে আফগানরা। ৫ জুলাই চট্টগ্রামে শুরু হবে ওয়ানডে সিরিজ। ৮ ও ১১ জুলাই হবে বাকি ম্যাচগুলো। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১২ জুলাই সিলেটে আসবে উভয় দল। পরদিন বিরতি শেষে ১৪ জুলাই শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। ১৬ জুলাই হবে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি।

 

বাংলাদেশ ও আফগানিস্তান সিরিজের সূচি>>

১ম টেস্ট: ১৪ জুন, মিরপুর

১ম ওয়ানডে: ৫ জুলাই, চট্টগ্রাম

২য় ওয়ানডে: ৮ জুলাই, চট্টগ্রাম

৩য় ওয়ানডে: ১১ জুলাই, চট্টগ্রাম

১ম টি-টোয়েন্টি: ১৪ জুলাই, সিলেট

২য় টি-টোয়েন্টি: ১৬ জুলাই, সিলেট।

Spread the love

Follow us

আর্কাইভ

March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031