নতুন নিয়ম হচ্ছে ব্রিটেনের স্টুডেন্ট ভিসায়

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, মে ২৫, ২০২৩

নতুন নিয়ম হচ্ছে ব্রিটেনের স্টুডেন্ট ভিসায়
Spread the love

৬৩ Views

শিপন আহমদ/যুক্তরাজ্যঃঃ
যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিটি সেশনে সিলেট থেকে হাজার হাজর শিক্ষার্থী যাচ্ছেন উচ্চ শিক্ষার জন্য। অনেক স্বজনরা ইতিমধ্যে সেখানে থাকায় স্টুডেন্ট ভিসার আশ্রয় নিয়ে তাদের পরিবারের সদস্যদের (স্বামী বা স্ত্রী ও সন্তানদের) নিয়ে ব্রিটেনে পাড়ি জমাচ্ছেন।

 

জানা গেছে, বর্তমানে ফরেন স্টুডেন্টদের সাথে ডিপেন্ডেন্ট ভিসায় যুক্তরাজ্যে আসা মানুষের সংখ্যা গত বছর ১ লাখ ৩৫ হাজার ৭৮৮ জনে পৌঁছেছে, যা ২০১৯ সালের তুলনায় নয় গুণ বেশি।

 

স্পাউস ভিয়ায় শিক্ষার্থীর ফুলটাইম কাজের সুযোগ না পেলেও তার সাথে যাওয়া ডিপেন্ডেন্ট পাচ্ছিলেন ফুলটাইম কাজের সুযোগ। তবে এখন থেকে এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন সিলেটের শিক্ষার্থীরা।

 

এখন থেকে ব্রিটেনে আন্তর্জাতিক শিক্ষার্থীরা তাদের পরিবারের সদস্যদের (স্বামী বা স্ত্রী ও সন্তানদের) নিয়ে ব্রিটেনে আসতে পারবে না। এছাড়া যে কোর্সে ব্রিটেনে প্রবেশ করবে সেই কোর্স শেষ না করে কাজের ভিসায় স্থানান্তরিত হওয়া যাবে না।

 

মঙ্গলবার (২৩ মে) ব্রিটেনের হোম অফিসের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে।  যার ফলে কপাল পুড়েছে ইচ্ছুক যুক্তরাজ্যেরে স্পাউস ভিয়ায় পড়তে যাওয় সিলেটি শিক্ষার্থীদের। গত দুই বছর ব্রিটেনে আসা বেশিরভাগ ফরেন স্টুডেন্ট তাদের পরিবারের সদস্যদের বা ডিপেন্ডেন্ট নিয়ে প্রবেশ করার কারণেই এমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছে হোম অফিসের কর্মকর্তারা।

 

 

হোম অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী জানুয়ারী থেকে পিএইচডি কোর্স ছাড়া বাকি কোনো কোর্সে স্বামী বা স্ত্রী আনতে পারবে না ব্রিটেনে। তবে একই প্রস্তাবনায় আরেকটি বিষয় বিবেচনা করার পরিকল্পনা রয়েছে, যেখানে খুব নামকরা বিশ্ববিদ্যালয়ের ভালো কোর্সে, ভালো রেজাল্ট করা ছাত্ররা তাদের পরিবার আনার সুযোগ পাবেন।

 

অন্যদিকে সম্প্রতি সরকারের মাইগ্রেশন কমিটি থেকে সরকারের কাছে শিক্ষার্থী ভিসা কমানোর প্রস্তাব দিয়েছে। আর এই প্রস্তাব সরকার গুরুত্বসহকারে দেখছে বলেও হোম অফিস থেকে জানানো হয়েছে।

 

জানা গেছে, এবারের পরিসংখ্যানে নেট মাইগ্রেশন বেড়ে ১০ লাখে পৌঁছেছে। প্রধানমন্ত্রী রিশি সুনাক গত বছর ডাউনিং স্ট্রিটে প্রবেশ করার সময় নেট মাইগ্রেশন কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে তিনি তার প্রতিশ্রুতি অনুযায়ী নেট মাইগ্রেশন কমাতে ব্যর্থ হয়েছেন। এজন্য তিনি এই পরিসংখ্যান কমাতে বিভিন্ন পলিসি প্রনয়ণ করছেন।

 

 

 

দ্য সানের রিপোর্টে বলা হয়েছে, রিশি সুনাক প্রধানমন্ত্রী হওয়ার দুই মাস পর ২০২২ সালের ডিসেম্বরে শেষ হওয়া বছরে এই অভিবাসীদের বেশিরভাগকেই উত্তরাধিকারসূত্রে পেয়েছিলেন।

 


Spread the love

Follow us

আর্কাইভ

June 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930