সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২০
আবুল ফয়েজ খান কামাল/ ফেঞ্চুগঞ্জঃঃ
ফেঞ্চুগঞ্জে এই প্রথম নির্মিত হচ্ছে ২০০ শয্যা বিশিষ্ঠ স্যার এনাম উল ইসলাম ফাউন্ডেশন হাসপাতাল নামে একটি অত্যাধুনিক হাসপাতাল। যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ঠ কমিউনিটি নেতা এনাম উল ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান এনাম উল ইসলাম এই হাসপাতালটি নির্মাণ করছেন বলে জানা গেছে ।
সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজারের পাশে হাসপাতালটি নির্মাণ করা হচ্ছে। সাত তলা বিশিষ্ঠ হাসপাতালটির ছাদে বিমান ওঠা নামার জন্য হেলিপেডের ব্যবস্থা রাখা হয়েছে। বৃহস্পতিবার ১৯ (মার্চ) সকালে হাসপাতালটির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। হাসপাতালটির ভবন নির্মাণের সময়কাল ধরা হয়েছে এক বছর।
স্যার এনাম উল ইসলাম ফাউন্ডেশন হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট ৩-আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ¦ মাহমুদ উস সামাদ কয়েস চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্যার এনাম উল ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান এনাম উল ইসলাম।
ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল সুনাম ও দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গিরের যৌথ পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাসার মো: বদরুজ্জামান।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ৩নং ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী লেইস চৌধুরী, ডা: জাকির হোসেন, ফেঞ্চুগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সনৎকুমার কোষ, আবুল কালাম আজাদ, রাজু আহমদ রাজা, আব্দুল মান্নান, আব্দুল আউয়াল কয়েছ, আতিকুল ইসলাম সুজন, সাইফুল ইসলাম শামিম, জুবেরুল ইসলাম জুলিয়ান, শাখাওয়াৎ হুসেন সাজু, আলী হুসেন রাজু, আব্দুল ওয়াহিদ তারেক, কামরুজ্জামান রাজু, শাহিন আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বাজারের ব্যবসায়ী বৃন্ধ সহ সর্ব স্থরের জন সাধারণ।