২ দিনে সিলেট বিভাগে র‌্যাবের যত অভিযান

প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২০

২ দিনে সিলেট বিভাগে র‌্যাবের যত অভিযান
Spread the love

৬৪ Views

বুলবুল আহমদ,

র‌্যাপিড এ্যাকশন র‌্যাটালিয়ন র‌্যাব -৯ হবিগঞ্জের মাধবপুর থানাধীন সুশাসন সিএনজি পাম্প এর উত্তর পাশে শাকাওয়াত ডেন্টিং ওয়ার্কশপ এর সামনের খালি জায়গার উপর থেকে ৪০ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্র্রেফতার করেছে র‌্যাব-৯। গতকাল বৃহস্প্রতিবার গভীর রাত ৩টা ২০ মিনিটের সময় সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) র‌্যাব-৯ এর অপারেশন কমান্ডার এএসপি মোঃ আব্দুল খালেক এর নেতৃত্বে একটি আভিযানিক দল অবৈধ মাদক উদ্ধার ও আসামী গ্রেফতার অভিযান পরিচালনা করেন।

 

 

গ্রেফতারকৃত আসামী ব্রাক্ষনবাড়িয়া জেলার সদর থানার মজলিশপুর (আমিরপাড়া) গ্রামের মৃত আলফজ মিয়ার পুত্র মোঃ হাকিম মিয়া (৩৫)। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ তথ্যটি জানিয়েছেন, সিলেট র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম।

 

 

৫ জুয়াড়ীকে গ্রেফতার

সিলেটের এয়ারপোর্ট থানাধীন এলাকায় সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) র‌্যাব-৯ এর অপারেশন কমান্ডার মেজর মোঃ শওকাতুল মোনায়েম, এএসপি নাহিদ হাসান ও এএসপি মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে একটি আভিযানিক দল এসএমপি সিলেট এর এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা বাগান সংলগ্ন দিপ্ত ষ্টোর এর পিছনের পরিত্যক্ত জায়গায় অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় জুয়া খেলার সামগ্রীক সহ জুয়া খেলার ব্যবহৃত প্লেয়িং কার্ড ৫২টি, খ, ২টি মোবাইল, ২টি সীমকার্ড এবং জুয়া খেলার তলা থেকে নগদ ২,৬২০ টাকাসহ ৫ জন জুয়াড়ীকে গত বুধবার ১০টা ২০মিনিটের সময় তাদেরকে গ্র্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন র‌্যাটালিয়ন র‌্যাব -৯।

 

 

গ্রেফতারকৃত জুয়াড়ীরা হলো সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার ভাটগাঁও গ্রামের মৃত আনফর আলীর পুত্র মোঃ টিটন মিয়া (৩১), বর্তমান ঠিকানা সিলেট কোতোয়ালী থানার কুমারপাড়া গ্রামে। নেত্রকোনা জেলার বারহাট্ট থানার নূরুল্লাচর গ্রামের মৃত জামাল আহমদ পুত্র মোঃ বাপ্পী আহমেদ (২৭), সিলেট কোতোয়ালী থানার কুমারপাড়া গ্রামের মৃত আনা মিয়ার পুত্র মোঃ শাহ আলম (৪১), দিরাই থানার দোল্লা গ্রামের মৃত হোসেন আলীর পুত্র আব্দুল গফফার (৩১), সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার কল্লকলি গ্রামের মৃত আবুল মিয়ার পুত্র মোঃ মুনছুর (৩৯)। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদেরকে এসএমপি সিলেটের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ তথ্যটি জানিয়েছেন, সিলেট র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম।

 

পলাতক আসামীকে গ্রেফতার

দুই বছরের পলাতক আসামীকে গতকাল বৃহস্প্রতিবার ৯টা ৪৫ মিনিটের সময় এসএমপি সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন এলাকায় সিপিসি-১ (সিলেট ক্যাম্প) র‌্যাব- ৯ এর অপারেশন কমান্ডার এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে একটি আভিযানিক দল আসামী গ্রেফতার অভিযান পরিচালনা করে মারখাজ পয়েন্ট হইতে ২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ১ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

 

গ্রেফতারকৃত আসামী সিলেট দক্ষিন সুরমা থানার খোজাখোলা গ্রামের আব্দুল খালেকের পুত্র মোঃ জাকির আহমেদ (৩৭)। গ্রেফতারকৃত আসামীকে এসএমপি সিলেট এর দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়। এ তথ্যটি জানিয়েছেন, সিলেট র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম।

 

 ৩৮ লিটার  চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

নিজ ইঞ্জিন চালিত কাঠের নৌকা থেকে ৩৮ লিটার দেশীয় তৈরী চোলাই মদ,০১ টি মোবাইল ও ০১ টি সিমকার্ডসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গত বুধবার ৯টা ৩০ মিনিটের সময় সুনামঞ্জ জেলার সদর থানাধীন এলাকায় সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) র‌্যাব-৯ এর অপারেশন কমান্ডার লেঃ কমান্ডার ফয়সল আহমদ এর নেতৃত্বে একটি আভিযানিক দল অবৈধ মাদক উদ্ধার ও আসামী গ্রেফতার অভিযান পরিচালনা কওর সুনামগঞ্জ জেলার সদর থানাধীন বৈঠাখালি গুদারা ঘাটে আসামীর নিজ ইঞ্জিন চালিত কাঠের নৌকা থেকে ৩৮ লিটার দেশীয় তৈরী চোলাই মদ, ১টি মোবাইল ও ১ টি সিমকার্ডসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

 

 

গ্রেফতারকৃত আসামী সুনামগঞ্জ জেলার সদর থানার মহনপুর গ্রামের ফয়জুর রহমানের পুত্র নুরুল আহমদ (৩০), একই জেলা ও থানার রহমতপুর গ্রামের মৃত আজমত উল্লার পুত্র মোস্তুফা মিয়া (৬০)। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ তথ্যটি জানিয়েছেন, সিলেট র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম।


Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

Follow us

আর্কাইভ

April 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930