সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২০
লন্ডন অফিসঃঃ
করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে লন্ডনের টাওয়ার হ্যামলেটস এর বায়তুল আমান মসজিদ এন্ড কালচারাল সেন্টার অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ২০ মার্চ শুক্রবার ফজর থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত জুমুয়া সহ সকল নামায বন্ধ থাকবে। মক্তবের তালিম ও জনসমাগম বন্ধ থাকবে। তবে প্রত্যেক নামাযের আযান প্রচার অব্যাহত থাকবে।
১৯ মার্চ বৃহস্পতিবার বাদ এশা মসজিদ কমিটির কমিটির জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে বলা হয় বর্তমান করোনা ভাইরাসের কঠিন পরিস্থিতির কারনে সাময়িক এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি সাভাবিক হয়ে আসলে আবার নামায ও মক্তব সহ সকল সার্ভিস চালু হবে। সরকার পরিস্থিতি সামাল দিতে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে। লোক সমাগম ও সভা সমাবেশ না করতে পরামর্শ দিচ্ছে। তাই করোনা ভাইরাসের বিস্তার রোধে মসজিদ কর্তৃপক্ষ সরকার ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে এবং ইমাম ও ইসলামিক স্কলারদের সাথে আলোচনা সাপেক্ষে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এদিকে একই কারনে বৃহস্পতিবার ফজর থেকে ইস্ট লন্ডন মসজিদ সহ লন্ডনের বেশ কয়েকটি মসজিদ বন্ধ রয়েছে।