সিলেট ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২০
আন্তর্জাতিক ডেস্কঃঃ
করোনাভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবে টালমাটাল বিশ্ব। প্রাণঘাতী এই ভাইরাস বড় হুমকি বয়স্কদের জন্য। করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন ভেবে ফুটবল কিংবদন্তি পেলেকে তার আত্মীয়-স্বজনরা হোম কোয়ারেন্টাইনে রেখেছেন বলে জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম মার্কা।
বয়সের কারণে করোনায় আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকিতে আছেন ব্রাজিলের হয়ে তিনবার বিশ্বকাপ জেতা পেলে। এছাড়া নানা শারীরিক জটিলতায় ভুগছেন ৮০ বছর বয়সী সাবেক এই ফুটবলার। পেলের পাবলিক ইভেন্টগুলো দ্রুতই বাতিল করা হবে বলে জানানো হয়েছে।কয়েক সপ্তাহ আগে পেলের ছেলে এদিনহো এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তার বাবার শরীরের অবস্থা ভালো না। তিনি বাড়ির ভেতরে একা-নিভৃতে থাকেন। এড়িয়ে চলেন মানুষের সঙ্গ।
পরে অবশ্য, পেলে তার ভক্তদের উদ্দেশে জানান, তিনি ভালো আছেন, “ভালো-খারাপ মিলিয়েই দিন যাচ্ছে। আমার বয়সে এমনটা স্বাভাবিক।করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে ব্রাজিলেও। তা রোধে নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। আহ্বান জানানো হয়েছে, নাগরিকদের সেলফ-কোয়ারেন্টাইনে থাকার।