সিলেট ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৩
আন্তর্জাতিক ডেস্কঃঃ
প্ররবল বর্ষণের কারণে চীনের রাজধানী বেইজিংয়ে ব্যাপক ভূমিধস ও বন্যা দেখা দিয়েছে। এতে পানিতে ভেসে গেছে গাড়ি, ভেঙে গেছে রাস্তাঘাট। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে আজ মঙ্গলবার বলা হয়েছে, এখন পর্যন্ত ১১ জনের প্রাণহানি ঘটেছে, নিখোঁজ রয়েছে ২৭ জন। খবর সিএনএনের।
গত শুক্রবার থেকে ঘূর্ণিঝড় ডকসুরি চীনের উত্তরাঞ্চল জুড়ে বয়ে যায়। এটি টাইফুন হিসেবে ফিলিপাইনে আঘাত হানার পর চীনের দক্ষিণাঞ্চীয় ফুজিয়ান প্রদেশে প্রবেশ করে। দেশটির কর্মকর্তারা সেইসময় বেইজিংসহ এর আশেপাশের এলাকায় প্রবল বৃষ্টির কারণে কর্মকর্তারা বন্যা, ভূমিধস, নদীর পানি উপচে পড়াসহ সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতির বিষয়ে সতর্ক করেন।
চীনা রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ইতিমধ্যে এক লাখ ২৭ হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে বেইজিংসহ চীনের উত্তরাঞ্চলের লাখ লাখ লোক সর্বোচ্চ সতর্কতা রেড এলার্টের মধ্যে রয়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ২০১১ সালের পর এ প্রথম এ ধরনের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।