সিলেট ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৩
লন্ডন বাংলা ডেস্কঃঃ
পরিষ্কার ও সুগন্ধিযুক্ত করা হলো সৌদি আরবের মক্কায় অবস্থিত পবিত্র কাবা। মক্কার ডেপুটি গভর্নর শাহজাদা বদর বিন সুলতান বিন আব্দুল আজিজ, দুই পবিত্র মসজিদের সেবক বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষ থেকে কাবার ধোয়ার অনুষ্ঠানে অংশ নেন।
জমজমের পানি, ইরাকের বিশুদ্ধ গোলাপ দিয়ে কাবা শরিফ ধোয়ার পর উদ ও অন্যান্য সুগন্ধি ব্যবহার করা হয়েছে। এ সময় হারামাইন শরিফাইনের প্রশাসনিক কর্তৃপক্ষ, ইমাম ও বিদেশি রাষ্ট্রদূতরা অংশগ্রহণ করেন।
পবিত্র কাবাঘর ধোয়ার কাজে বিভিন্ন দ্রব্য ব্যবহার করা হয়। এর মধ্যে রয়েছে গোলাপ জল, উদ, ইতার (পারফিউম) মিশ্রিত বিশেষ তরল পদার্থ। উন্নত মানসম্পন্ন এ উপাদানগুলোর দামও খুব চড়া। ধোয়ার আনুষ্ঠানিকতার আগেই এসব সামগ্রী প্রস্তুত করা হয়।
মূলত মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সময় থেকে পবিত্র কাবাঘর ধোয়ার ঐতিহ্য চলে আসছে। অষ্টম হিজরিতে রাসুল (সা.) মক্কা বিজয়ের পর পবিত্র কাবাঘর ধৌত করেন। ইসলামের খলিফারাও অত্যন্ত গুরুত্বের সঙ্গে এ কাজ করতেন। তাদের পর থেকে আজ পর্যন্ত এ প্রথা চালু রয়েছে।