সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০
স্টাফ রিপোর্টার::
সিলেট মাতাতে আসছে দেশের জনপ্রিয় ব্যান্ড দল ‘জলের গান’। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের লেভেল-১, সেমিস্টার-১ এর ওরিয়েন্টেশন অনুষ্ঠানের পর সন্ধ্যায় মঞ্চ মাতাবে ‘জলের গান’। ইতিমধ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এ অনুষ্ঠানের আয়োজন কার্যক্রম শুরু করেছে।
আগামী (৩০ জানুয়ারি) বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের ওইদিন সন্ধ্যায় নতুন দের বরণ করে নিতে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। যেখানে উপস্থিত থাকবে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল ‘জলের গান’। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মিটু চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন- ইতোমধ্যেই জলের গান ব্যান্ড দলের সাথে কথা হয়েছে এবং তারা নিশ্চিত করেছেন সিলেটের পগ্রাম তারা করবেন। সব কিছু ঠিক থাকলে ওরিয়েন্টেশন প্রোগ্রাম মাতাতে আসবে তারা।
এলবিএন/২৬জা/র-০৩/এফ