সিলেট ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৩
আন্তর্জাতিক ডেস্কঃঃ
ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লাভিভ এবং উত্তরপশ্চিমাঞ্চলীয় ভলিনে বড় আকারের হামলা চালিয়েছে রশ বাহিনী। এতে বেসামরিক লোক আহত হয়েছে, হামলা শিকার ভবন থেকে লোকদের উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে শহরের মেয়র আন্দ্রি সাদোভি বলেছেন, অনেক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে কিন্তু কিছু ক্ষেপণাস্ত্র লাভিভে আঘাত করেছে।
তিনি আরও বলেছেন, হামলায় আহত চারজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এতে শতাধিক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে একটি কিন্ডারগার্টেন রাশিয়ার ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ধ্বংস হয়েছে।
এর আগে লাভিভের গভর্নর ম্যাক্সিম কোজিতস্কি বলেছেন, সারি সারি রুশ ক্ষেপণাস্ত্র এই অঞ্চলের দিকে আসছে। স্থানীয় কর্তৃপক্ষ টেলিগ্রামে আরও জানান, ইউক্রেনের ভলিন অঞ্চলের লুতস্ক শহরে রাশিয়ার বিমান হামলায় অন্তত দুজন আহত হয়েছে।
এ ছাড়া দক্ষিণপশ্চিমাঞ্চলীয় দ্বিনিপ্রপেত্রভস্কে রুশ বাহিনীর হামলায় একজন আহত হয়েছে। ইউক্রেনের দিবাগত রাত ২টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী দেশজুড়ে বিমান হামলার সাইরেন বাজানো হয়।
দেশটির পশ্চিমাঞ্চলীয় আরেক খমেলনিতস্কি অঞ্চলেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সামরিক প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছে।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৫৩৮ দিনের মতো চলছে দেশ দুটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উলটো পূর্ব ইউক্রেনে দেশ দুটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।