সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০
স্টাফ রিপোর্টারঃঃ
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় ইয়াবা বিক্রির সময় ভারতীয় এক নাগরিকসহ ২ ইয়াবা ব্যবাসয়ীকে আটক করেছে থানা পুলিশ। আটকের পর পুলিশ তাদের কাছ থেকে ১ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। আটক ফকির আলী (৪৫)। সে ভারতের করিমগঞ্জ জেলার করিমগঞ্জ থানার লক্ষ্মীবাজারের লাফাসাইল গ্রামের ইরমান আলীর ছেলে। এছাড়া আটক বাংলাদেশী আটক ব্যক্তি বিয়ানীবাজারের গজুকাটা গ্রামের মৃত আব্দুল মালিকের পুত্র বদই (৫৫) ।
পুলিশ জানিয়েছে, উপজেলার কাচাতল গ্রামের মনসু মেম্বারের বাড়ির সামনে অভিযান চালিয়ে ভারতীয় নাগরিকসহ এক বিয়ানী বাজারের ইয়াবা ব্যাবসায়ীকে ইয়াবা সহ আটক করা হয় । শবিবার এ অভিযানের সময় তাদের কাছ থেকে ১ হাজার পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করে। তাদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মামলা করা হয়েছে। বলে বিয়ানীবাজার থানা পুলিশ সূত্রে জানা গেছে। এবং ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের কারণে পৃথক মামলা ও দায়ের করেছে পুলিশ।