সিলেট ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৩
আন্তর্জাতিক ডেস্কঃ
গ্রিসে দাবানল ভয়াবহ রূপ নিচ্ছে। গতকাল পর্যন্ত দেশটিতে দাবানলে ২০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর মধ্যে একটি জঙ্গলে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। প্রায় ৫ দিন থেকে দাবানল নিয়ন্ত্রণে লড়াই করছে গ্রিস। খবর বিবিসি।
উত্তর-পূর্ব গ্রিসের ইভ্রোস অঞ্চল সাম্প্রতিক সময়ে দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে। গ্রিসের এই অঞ্চলটি তুরস্ক সীমান্ত থেকে খুব বেশি দূরে নয়। এ ছাড়া দাবানলের কারণে আলেকজান্দ্রোপলিস শহরের একটি হাসপাতালও খালি করতে হয়েছে। হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া রোগীদের মধ্যে নবজাতক শিশু এবং নিবিড় পরিচর্যার রোগীরাও রয়েছেন।
গ্রিসের বেশ কয়েকটি অঞ্চলজুড়ে আগুন জ্বলছে। মঙ্গলবার বেশ কয়েকটি স্থানের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে গেছে এবং প্রবল বাতাস ও এই উষ্ণ আবহাওয়ার কারণে দাবানল আরও গতি পাচ্ছে।