সিলেট ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৩
ক্রিড়া প্রতিবেদকঃঃ
নেপালের বিপক্ষে দাপুটে জয় নিয়েই সুপার ফোর নিশ্চিত করলো ভারত। হিমালয়ের দেশটাকে বৃষ্টি আইনে ১০ উইকেটে হারিয়েছে রোহিত শর্মার দল। তাতে প্রথমবার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে খেলতে নামা নেপাল গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে। সোমবার পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নেপাল আগে ব্যাট করে ৪৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩০ রান করে।
জবাবে বৃষ্টি আইনে নির্ধারিত হওয়া ১৪৫ রান ভারত তুলে নেয় ২০.১ ওভারে কোনো উইকেট না হারিয়েই। রোহিত শর্মা অপরাজিত ৭৪ ও শুভমান গিল অপরাজিত ৬৭ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ভারতের বাজে ফিল্ডিংয়ে উড়ন্ত সূচনা পায় নেপাল। নেপালের ইনিংসের ৫ ওভার খেলা মাঠে গড়াতেই তিনটি ক্যাচ ফেলে দেন ভারতীয় ফিল্ডাররা।
উদ্বোধনী জুটিতে ৬৫ রান যোগ করেন দুই ওপেনার আসিফ শেখ ও কুশল ভুরটেল। তবে এরপর দ্রুতই জোড়া উইকেট হারায় নেপাল। ২৫ বলে ৩৮ রান করে কুশল ও ভীম শারকি ১৭ বলে ৭ রান করে সাজঘরে ফিরে যান। তবে একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন ওপেনার আসিফ। দলীয় ১৩২ রানে আউট হওয়ার আগে ৯৭ বলে ৫৮ রান করেন এই ওপেনার। আসিফের পর ৩৫ বলে ২৩ রান করে ফেরেন গুলসান ঝা।
এরপর সামপাল কামি ও সন্দীপ লামিচানের ব্যাটে রানের চাকা সচল রাখে নেপাল। ৫৬ বলে ৪৮ রান করে আউট হন সামপাল। তার বিদায়ের পর দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে ২৩০ রানে অলআউট হয় নেপাল। ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঈশান কিষান (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহম্মদ সামি, মোহম্মদ সিরাজ। নেপাল একাদশ: কুশল ভুর্তৈল, আসিফ শেখ, রোহিত পাওডেল, ভীম শারকি, কুশল মল্লা, দীপেন্দ্র এরী, গুলশন ঝা, সোমপাল কামী, করণ কেসী, সন্দীপ লামিচানে ও ললিত রাজবংশী।