সিলেট ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০
আন্তর্জাতিক ডেস্কঃঃ
বিশ্বব্যাপী মহামারি রূপ নেওয়া করোনাভাইরাস মোকাবিলায় সারা দেশে কারফিউ জারি করেছে কুয়েত। স্থানীয় সময় রোববার বিকেল ৫টা থেকে ভোর ৪টা পর্যন্ত চলবে এই কারফিউ।কুয়েত নিউজ এজেন্সির (কুনা) বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি।
কুয়েতের পার্লামেন্টের বরাত দিয়ে কুয়েত নিউজ এজেন্সি জানিয়েছে, এই কারফিউ লঙ্ঘনকারীদের তিন বছর কারাদণ্ড অথবা ১০ হাজার কুয়েতি দিনার (৩৩ হাজার মার্কিন ডলার) জরিমানা করা হবে।কুয়েতের উপ-প্রধানমন্ত্রী আনাস আল-সালেহ বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থাগুলো অমান্য করার কারণে কারফিউ জারি করা হয়েছে।
আনাস আল-সালেহ আরও বলেন, ‘কুয়েতের মন্ত্রিসভা আরও দুই সপ্তাহের জন্য সরকারি ও বেসরকারি খাতের স্থগিতাদেশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।’সফটওয়্যার সল্যুশন কোম্পানি ‘ডারাক্সে’র পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার জানায়, কুয়েতে মোট ১৭৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে। ভাইরাসটির সংক্রমণে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৩ হাজার ৬৯ জন। সারা বিশ্বে ৩ লাখ ৮ হাজার ৪৭৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৫ হাজার ৮২৮ জন।