সিলেট ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৩
প্রতিনিধি/বালাগঞ্জঃঃ
বালাগঞ্জে প্রয়াত ফুটবলারদের স্মরণে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বালাগঞ্জ সরকারি ডিএন উচ্চ বিদ্যালয় মাঠে। অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ওসমানীনগরের গোয়ালা বাজার ইউপি একাদশকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে জয়লাভ করে বালাগঞ্জ সদর স্পোর্টিং ক্লাব।
বিজয়ী দলের পক্ষে একটি করে গোল করার কৃতিত্ব অর্জন করেন তরুণ ফুবটবলার সায়মন ও রিপন। বালাগঞ্জ সদর স্পোর্টিং ক্লাবের আয়োজনে ক্লাব সভাপতি আব্দুস সালাম ও যুগ্ম সাধারণ সম্পাদক ছানাওর আলী গেদনীর উদ্যোগে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ধারা বর্ণনা দেন ধারাভাষ্যকার জুয়েল আহমদ নুর ও সুলেমান হোসেন মামুন। আয়োজক মঞ্চে উপস্থিত ছিলেন, সাংবাদিক শামীম আহমদ, বালাগঞ্জ বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক দিলু মিয়া।
প্রাক্তন ফুটবলারদের মধ্যে অনুভুতি ব্যক্ত করে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, আইনুর আহমদ রুমন, আব্দুল মন্নান, শুনিল চন্দ্র দাস, ইউসুফ আলী, এলাইছ মিয়া গেদু, দুলাল মিয়া, মানিক মিয়া, লেবু মিয়া, হুসেন আহমদ, শীষ আলী, সিরাজ মিয়া ও ফুটবলার আনজব আলী প্রমুখ। যাদের স্মরণে প্রীতি ম্যাচের আয়োজন তারা হলেন, রাজনগর উপজেলার হামিদপুর গ্রামের সহোদর জামাল উদ্দিন আহমদ ও কামাল উদ্দিন আহমদ।
বিলবাড়ি গ্রামের সুখেন্দ্র দাশ শেখর, তুলাপুর গ্রামের হরেন্দ্র কুমার বিশ্বাস। বালাগঞ্জের কাশিপুর গ্রামের হাছন আলী, তেরাই মিয়া, সুন্দর আলী, তিলকচাঁনপুর গ্রামের তৈয়মুছ খাঁ, হামছাপুর গ্রামের আশিক আলী, চাঁনপুর গ্রামের মিন্নত আলী, নবীনগরের বাসিন্দা মেন্দি মিয়া, বালাগঞ্জ বাজারের বাসিন্দা সাজ্জাদুল ইসলাম চৌধুরী ও গৌরীনাথপুর গ্রামের লেবু মিয়া।