সিলেট ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৩
আন্তর্জাতিক ডেস্কঃঃ
মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের মাচাং জেলার কাম্পুং মাকা পুলাই চোনডংয়ে একটি হাইওয়ে নির্মাণস্থলে মাটিচাপায় তিন বাংলাদেশি মারা গেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নিহত তিনজনের পরিচয় এখনো জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাচাং জেলার পুলিশ সুপার মো. আদলি মাত দাউদ। তিনি বলেন, আজ দুপুর আড়াইটার দিকে পুলিশ জনসাধারণের কাছ থেকে ওই ঘটনার খবর পায়।
স্থানীয় বাসিন্দা আনিস আসিকিন আরিফিন বলেন, স্থানীয় সময় আজ দুপুর ১২টার দিকে যখন ঘটনাটি ঘটে, তখন তিনি বাড়ি থেকে বেশ চিৎকার শুনতে পান। বাড়ি থেকে বেরিয়ে তিনি দেখেন, ভুক্তভোগীদের সহকর্মীরা ঘটনাস্থলের দিকে ছুটছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ওই তিন বাংলাদেশি শ্রমিক হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। কেননা ঘটনার আগে বেশ কয়েকজন শ্রমিক সেখানে কাজ করছিলেন।
উদ্ধার অভিযানের অপারেশন কমান্ডার আহমেদ আলফারা বিন মোহাম্মদ জিন বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ওই তিনজনের মৃত্যু হয়।
তাদের লাশ উদ্ধার করে মাচাং জেলা পুলিশে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জনিয়েছেম লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি।