সিলেট ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৩
আন্তর্জাতিক ডেস্কঃঃ
পরিচয় মিলেছে মালয়েশিয়ায় মাটিতে চাপা পড়ে নিহত তিন বাংলাদেশির। আজ শুক্রবার কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন তাদের পরিচয় শনাক্ত করেছেন।
নিহতরা হলেন, শরীয়তপুর জেলার পালং থানার জাহিদুল খান (২০), পাবনা জেলার ভাঙাগুড়া উপজেলার মনিরুল ইসলাম (৩১) ও শরীয়তপুর জেলার জাজিরা থানার মো. সাজ্জাদ হোসাইন (২০)। গতকাল বৃহস্পতিবার দেশটির কেলান্তান রাজ্যের মাচাং জেলার কাম্পুং মাকা পুলাই চোনডংয়ে একটি হাইওয়ে নির্মাণস্থলে মাটিচাপায় তারা মারা যান।
শরীয়তপুর জেলার জাজিরার নিহত মো. সাজ্জাদ হোসাইনের মেজো ভাই মো. শাকিল জানান, নিহত তিনজনই চলতি বছর মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন। তারা মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের মাচাংয়ের কাম্পুং মাকা এলাকার পুলাই চন্দংয়ে কাম্পুং জোহ থেকে কাম্পুং কুয়ালা সাত পর্যন্ত সড়ক নির্মাণের কাজে নিয়োজিত ছিলেন। গতকাল সড়ক নির্মাণ প্রকল্পে কাজ করার সময় ১০ মিটার গভীরে মাটিতে চাপা পড়ে তারা মারা যান।
স্থানীয় প্রত্যক্ষদর্শী আনিস আসিকিন আরিফিন জানান, গতকাল দুপুর ১২টায় তিনি নির্মাণস্থলে হঠাৎ শ্রমিকদের চিৎকার শুনতে পান। এ সময় বেশ কয়েকজন শ্রমিক ধ্বংসস্তুপের নিচে চাপা পড়া বাংলাদশিদের উদ্ধারের জন্য চিৎকার করেন। একপর্যায়ে দুপুর ২টায় বুলডোজারের সাহায্যে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে।
মাচাং ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের প্রধান সহকারী ফায়ার সুপারিনটেনডেন্ট আহমদ আলফারা মোহাম্মদ জিন জানান, অগ্নিনির্বাপক কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধারে এক ঘণ্টারও বেশি সময় নিয়েছেন। গতকাল ৪ টায় নিহতদের মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য মাচাং হাসপাতালে পাঠানো হয়। পরে তিন বাংলাদেশির মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহতদের বিষয়ে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (লেবার) সুমন চন্দ্র দাস জানান, নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। অফিসিয়ালি সকল প্রক্রিয়া সম্পন্ন করে নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।