সিলেট ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৩
আন্তর্জাতিক ডেস্কঃঃ
৫২ দিন পর ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। তবে তা প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে কিয়েভের নগর কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। জবাবে শক্ত প্রতিরোধ গড়ে তোলে ইউক্রেন। এখন পর্যন্ত সংঘাতে হাজার হাজার মানুষ মারা গেছে। ইউক্রেনের বেশ কিছু অঞ্চল দখল নিয়েছে রাশিয়া। তবে এখন প্রায় ২ বছর হয়ে গেলেও এখনো যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই।
কিয়েভের মেয়ার ভিতালি ক্লিতশিকো বলেন, শনিবার সকালে বড় ধরনের বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়।
বিস্ফোরণের আগে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি।