লন্ডন বাংলা ডেস্কঃঃ
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা ঐক্যবদ্ধ জাতি চাই যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান সহ সব ধর্মের মানুষ থাকবে। সব ধর্মের সকল মানুষকে আমাদের সম্মান করতে হবে।
সোমবার (২ ডিসেম্বর) দুপুরে পিরোজপুরের স্বরূপকাঠির জগন্নাথকাঠি বন্দরস্থ উপজেলা জামায়াত ইসলামীর কার্যালয়ের সামনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমির বলেন, প্রিয় দেশবাসী আমাদের ওপর একটি পাথর চাপা পড়ে ছিলো। আল্লাহ ১৮ কোটি মানুষের চোখের পানি কবুল করেছেন। বিনিময়ে আল্লাহ আমাদের একটি মুক্তির স্বাদ দিয়েছেন। মুক্তি এমনি এমনি আসে নাই। সাড়ে ১৫ বছরে হাজারো মানুষকে জীবন দিতে হয়েছে, পুঙ্গত্ব বরণ করতে হয়েছে, লাখ লাখ মানুষকে চাকরি থেকে বিতাড়িত করা হয়েছে। দফায় দফায় বহু মানুষকে জেলে পাঠানো হয়েছে। জুলাই আন্দোলনে দলমত নির্বিশেষে বহু মানুষকে জীবন দিতে হয়েছে। এসকল জীবনের বিনিময়ে আমাদের এই স্বস্তিটুকু এসেছে।
যুব সমাজের উদ্দেশে তিনি বলেন, আমি আল্লাহর দয়া চাই তিনি যতদিন আমাকে হায়াত দিবেন আমি যেন যৌবন নিয়ে বাঁচতে পারি। তোমাদের কথা দিচ্ছি তোমাদের মিছিলে আমি থাকবো। তোমাদের হাত ধরেই আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাক।
এর আগে তিনি সড়ক পথে বরিশাল-ঝালকাঠি হয়ে স্বরূপকাঠিতে আসেন। সফরকালে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর দুই ছেলে শামিম বিন সাঈদী ও মাসুদ সাঈদী, বরিশাল মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ জহির উদ্দিন বাবর ও কেন্দ্রিয় জামায়াতের কর্মপরিষদ সদস্য মোবারক হোসেন সহ বরিশার ভিভাগের বিভিন্ন ইউনিটের জামায়াতের সদস্যরা উপস্থিত ছিলেন।