সব ধর্মের লোকদের নিয়ে ঐক্যবদ্ধ জাতি চাই : জামায়াত আমির

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৪

সব ধর্মের লোকদের নিয়ে ঐক্যবদ্ধ জাতি চাই : জামায়াত আমির
লন্ডন বাংলা ডেস্কঃঃ

হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা ঐক্যবদ্ধ জাতি চাই যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান সহ সব ধর্মের মানুষ থাকবে। সব ধর্মের সকল মানুষকে আমাদের সম্মান করতে হবে।

 

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে পিরোজপুরের স্বরূপকাঠির জগন্নাথকাঠি বন্দরস্থ উপজেলা জামায়াত ইসলামীর কার্যালয়ের সামনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ যদি দুনিয়াতে বহু জাতির মানুষদের লালন পালন করতে পারেন। তাহলে মানুষকে ঘৃনা করার আমি কে? দেশের একজন নাগরিক হিসেবে সকলের সমান অধিকার থাকতে হবে। সেরকম একটা সম্প্রীতির বাংলাদেশ আমরা চাই। একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই।

তিনি বলেন, পিরোজপুর জেলা আমাদের একটা আবেগের জেলা, এটা একটি সৌভাগ্যবান জেলা, এই জেলায় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জন্ম। বিগত সরকারের সময় দেশের চিত্র তুলে ধরে তিনি বলেন, আমি এর আগেও বহু রাস্তা দিয়ে একা একা সাবধানতা এবং সতর্কতার সাথে ঘুরেছি।

 

কোন কোন সময় অনাকাঙ্খিত ঘটনার মুখোমুখি হয়েছি। দেশ থেকে বিদেশে সফর করতে যাব সেখানে আমাকে আটকানো হয়েছে। আমার পাসপোর্ট দুই বছর আটকিয়ে রাখা হয়েছিলো। অনেক যুদ্ধ ও লড়াই করে পাসপোর্ট আনতে হয়েছে। আমি কি চোর, ডাকাত নাকি খুনি ছিলাম? কেন একজন নাগরিক হিসেবে আমার পাসপোর্ট আমি পাইনি।
 

জামায়াতের আমির বলেন, প্রিয় দেশবাসী আমাদের ওপর একটি পাথর চাপা পড়ে ছিলো। আল্লাহ ১৮ কোটি মানুষের চোখের পানি কবুল করেছেন। বিনিময়ে আল্লাহ আমাদের একটি মুক্তির স্বাদ দিয়েছেন। মুক্তি এমনি এমনি আসে নাই। সাড়ে ১৫ বছরে হাজারো মানুষকে জীবন দিতে হয়েছে, পুঙ্গত্ব বরণ করতে হয়েছে, লাখ লাখ মানুষকে চাকরি থেকে বিতাড়িত করা হয়েছে। দফায় দফায় বহু মানুষকে জেলে পাঠানো হয়েছে। জুলাই আন্দোলনে দলমত নির্বিশেষে বহু মানুষকে জীবন দিতে হয়েছে। এসকল জীবনের বিনিময়ে আমাদের এই স্বস্তিটুকু এসেছে।

যুব সমাজের উদ্দেশে তিনি বলেন, আমি আল্লাহর দয়া চাই তিনি যতদিন আমাকে হায়াত দিবেন আমি যেন যৌবন নিয়ে বাঁচতে পারি। তোমাদের কথা দিচ্ছি তোমাদের মিছিলে আমি থাকবো। তোমাদের হাত ধরেই আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাক।

 

 

এর আগে তিনি সড়ক পথে বরিশাল-ঝালকাঠি হয়ে স্বরূপকাঠিতে আসেন। সফরকালে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর দুই ছেলে শামিম বিন সাঈদী ও মাসুদ সাঈদী, বরিশাল মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ জহির উদ্দিন বাবর ও কেন্দ্রিয় জামায়াতের কর্মপরিষদ সদস্য মোবারক হোসেন সহ বরিশার ভিভাগের বিভিন্ন ইউনিটের জামায়াতের সদস্যরা উপস্থিত ছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031