শিগগির শুরু হচ্ছে ঢাকা-পাকিস্তান সরাসরি ফ্লাইট

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৪

শিগগির শুরু হচ্ছে ঢাকা-পাকিস্তান সরাসরি ফ্লাইট

লন্ডন বাংলা ডেস্কঃঃ

খুব শিগগিরই বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানে নিযুুক্ত বাংলাদেশি উপহাইকমিশনার এসএম মাহবুবুবুল আলম।তিনি বলেছেন, সরাসরি ফ্লাইট চালু হলে উভয় দেশের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হবে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

 

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি হায়দরাবাদ চেম্বার পরিদর্শনকালে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর সম্ভাবনাকে কাজে লাগানোর বিষয়ে আগ্রহী।

 

 

এ সময় তিনি ২০২৫ সালের জানুয়ারিতে ঢাকায় হতে যাওয়া বার্ষিক বাণিজ্য প্রদর্শনী অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেওয়ার জন্য পাকিস্তানের ব্যবসায়ী সম্প্রদায়কে আমন্ত্রণও জানিয়েছেন। প্রদর্শনীতে পাকিস্তানের ব্যবসায়ীদের অংশগ্রহণের সুবিধার্থে ভিসা প্রক্রিয়া সহজ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

তিনি আরও বলেন, পাকিস্তানের ব্যবসায়ী সংগঠন হায়দরাবাদ চেম্বার অব স্মল ট্রেডার্স অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রির (এইচসিএসটিএসআই) সহযোগিতায় একটি প্রদর্শনীর আয়েজন করা হবে। সেখানে দুই দেশের ব্যবসায়ীরা অংশ নেবেন।

Spread the love

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031