বিনা খরচে লাগেজ রাখতে পারবেন ওমরাহ পালনকারীরা

প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৪

বিনা খরচে লাগেজ রাখতে পারবেন ওমরাহ পালনকারীরা

লন্ডন বাংলা ডেস্কঃঃ

 

সম্প্রতি ওমরাহ পালনকারীদের লাগেজ বিনা খরচ রাখার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববী কর্তৃপক্ষ।  মক্কা লাইব্রেরি ও গেট ৬৪ এর কাছে এ সুবিধা রাখা হয়েছে। খবর আরব নিউজের।

 

বুধবার (২৫ ডিসেম্বর) কর্তৃপক্ষ জানায়, গ্র্যান্ড মসজিদের পূর্ব দিকে মক্কা লাইব্রেরির কাছে এবং পশ্চিম দিকে গেট ৬৪-এর কাছে বিনা মূল্যে লাগেজ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

 

কর্তৃপক্ষ জানিয়েছে, একজন ওমরাহ পালনকারী সর্বোচ্চ চার ঘণ্টার জন্য সাত কেজি ওজনের ব্যাগ রাখতে পারবেন। ব্যাগের বাইরে কিছু রাখা যাবে না। তবে মূল্যবান ও নিষিদ্ধ জিনিসপত্র, খাবার ও ওষুধ রাখা যাবে না। ব্যাগ জমা দিয়ে টিকিট নিতে হবে এবং টিকিট দেখিয়ে পরে ব্যাগ ফেরত নিতে হবে।

 

প্রতিবেদনে আরও জানা যায়, ভবিষ্যতে গ্র্যান্ড মসজিদের চারপাশের সব এলাকায় ব্যাগ রাখার ব্যবস্থা করার পরিকল্পনা করা হয়েছে, যাতে দর্শনার্থীদের আরও ভালোভাবে সহায়তা করা যায়।

সৌদি আরব সরকার অনুমোদিত ডিজিটাল হজ সেবা গেটওয়ে নুসুক অ্যাপের মাধ্যমে পারমিট দেখিয়ে এই সুবিধা গ্রহণ করতে পারবেন ওমরাহ পালনকারীরা। মক্কার পবিত্র দুই মসজিদে প্রবেশ করতে হলে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট গ্রহণ বাধ্যতামূলক।

 

নুসুক অ্যাপ দিয়ে ই-ভিসা আবেদন, ভ্রমণ পরিকল্পনা এবং বুকিংয়ের ক্ষেত্রে সহযোগিতা পাওয়া যায়। এর মাধ্যমে ভ্রমণকারীরা মক্কা, মদিনা এবং অন্যান্য শহরে ভ্রমণের জন্য যাত্রাপথ নির্দিষ্ট করতে পারবেন। হজ ও ওমরাহ পালনকারীদের সফর ত্রুটিমুক্তভাবে সম্পন্ন করাই নুসুক পরিষেবার লক্ষ্য।

 

প্রতি বছর বিশ্বের লাখ লাখ মুসলিম ওমরাহ পালনের জন্য সৌদি আরবে আসেন। গত বছর ১ কোটি ৩০ লাখ মুসলিম ওমরাহ পালন করেছেন এবং এই সংখ্যা আগামী বছরে ১ কোটি ৫০ লাখে উন্নীত করার পরিকল্পনা রয়েছে সৌদি সরকারের।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728