ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনকে রক্ষা করতে হবে: শাহীনুর পাশা

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৫

ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনকে রক্ষা করতে হবে: শাহীনুর পাশা

লন্ডন বাংলা ডেস্ক ::

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ফিলিস্তিনের গাজায় নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শুক্রবার (২১ মার্চ) বাদ জুময়া বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামন থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সিলেট মহানগর সভাপতি মাওলানা গাজি রহমত উল্লাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী। সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা সভাপতি শায়েখ মাওলানা ইকবাল হোসেন, মহানগর সহ-সভাপতি মাওলানা সানা উল্লাহ, মাওলানা কমর উদ্দিন, সাবেক সহ-সভাপতি মাওলানা পীর আব্দুল জব্বার, মহানগর সহ-সাধারণ সম্পাদবক মোহাম্মদ আব্দুল গাফফার, মহানগর সাংগঠনিক সম্পাদক হাফিজ কয়েস আহমদ, হাফিজ সিরাজ উদ্দিন, মাওলানা ফয়জুন নুর, ক্বারী মাওলানা আবুল হোসেন, মোঃ সিকন্দর আলী, সুলতান আহমদ। বাংলাদেশ ইসলামী খেলাফত যুব মজলিস, ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের নেতৃবৃন্দ।

 

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী বলেন, পবিত্র রমজান মাসে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় নৃশংস হত্যাকান্ডের মাধ্যমে প্রমান করেছে দখলদার ইসরাইলি একটি বর্বর সন্ত্রাসী রাষ্ট্র। তিনি বলেন, গাজায় এমন নৃশংস হামলায় বিশ্বের কোনো মানুষ ঘরে বসে থাকতে পারে না। ইসরাইল জাতি একটি অভিশপ্ত জাতি।

 

 

বিশ্বের মুসলিম ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনকে রক্ষা করতে হবে। এই বর্বরোচিত হামলা সারা বিশ্বে শান্তিকামী সাধারণ মানুষকে ব্যথিত করছে এবং তা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। আমরা সমাবেশ থেকে এই বর্বরোচিত হামলার প্রতিবাদ এবং অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের জোর দাবি জানাচ্ছি।

Spread the love

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930