সিলেট ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক ::
যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির বিসমিল্লাহ রেস্টুরেন্টে বাংলাদেশী আমেরিকান ফোরামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
গত রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ফোরামের সভাপতি সাহেদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি হামিদ খানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশিগান ডেমোক্রেটিক পার্টির ভাইস চেয়ারম্যান ড. নাজমুল হাসান শাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল ফালাহ মসজিদের ইমাম মাওলানা আব্দুল লতিফ আজম, এমআই বি এ ডিসির সভাপতি মো. বাহার, ইসলামিক সেন্টার অফ ওয়ারেনের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, বাংলাদেশে আমেরিকান ফোরামের সাবেক সভাপতি ওলিউর রহমান, রাজনীতিবিদ মাওলানা সোহেল আহমদ, ওয়ারেন সিটির কমিশনার ফয়সাল আহমদসহ আরও অনেকেই।
বক্তারা ঈদের আনন্দঘন পরিবেশে ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর ইসরাইলি বাহিনীর বর্বর নির্যাতনের তীব্র নিন্দা জ্ঞাপন করে বর্তমান ট্রাম্প প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি জানান। একই সঙ্গে বাংলাদেশী আমেরিকান কমিউনিটির স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে রেনেসাঁ কালচারাল গ্রুপ অফ মিশিগান মনোজ্ঞ নাশিদ পরিবেশন করেন।