ওসমানীনগরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার আকস্মিক মৃত্যু

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, জুন ২, ২০২৫

ওসমানীনগরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার আকস্মিক মৃত্যু

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হাদিউল ইসলাম (৬৮) আকস্মিক মৃত্যু বরণ করেছেন।  (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সানাউল হক সানি।

 

জানা গেছে, সকালে সরকারি কাজে সিলেট শহর থেকে ওসমানীনগরে রওয়ানা হলে পথিমধ্যে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। দ্রুত তাঁকে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়, পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

হাদিউল ইসলাম ময়মনসিংহ জেলার মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামে জন্ম গ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের দাফন তার নিজ গ্রাম গোবিন্দশ্রীতে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

 

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান পিপিএম, উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অজিত পাল, জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের আমির ছোহরাব আলী, সেক্রেটারি জেনারেল আনহার আহমদসহ শিক্ষক সমাজ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031