সিলেট ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৫
জেলা প্রতিনিধিঃঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়িবহরের গতিরোধ করে বিক্ষোভের ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর আদালতে তোলা হলে আদালত তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে রবিবার (১৫ জুন) রাতে সিলেট শহর থেকে দুইজন এবং জাফলং এলাকা থেকে একজনকে গ্রেফতার করে গোয়াইনঘাট থানাপুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— গোয়াইনঘাট উপজেলার দেলোয়ার, শাহজাহান ও ফারুক মিয়া।
গোয়াইনঘাট থানাপুলিশ জানায়, দুই উপদেষ্টার গাড়িবহরের গতিরোধ করে বিক্ষোভের ঘটনায় দায়ের করা মামলায় রবিবার রাতে দেলোয়ার ও শাহজাহানকে সিলেট শহর থেকে এবং ফারুক মিয়াকে জাফলং থেকে গ্রেফতার করা হয়। এর আগে শনিবার (১৪ জুন) দুপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান জাফলং পরিদর্শনে যান। ফেরার পথে তাঁদের গাড়িবহর জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে একদল যুবক স্লোগান দিতে দিতে গাড়িবহরের গতিরোধ করে।
পুলিশ বলছে, বিক্ষোভকারীরা বে-আইনিভাবে সংঘবদ্ধ হয়ে সরকারি কর্মকর্তাদের চলাচলে বাধা দেন এবং সরকারি কাজে বিঘ্ন ঘটান। এ ঘটনায় গোয়াইনঘাট থানার এসআই ওবায়দুল্লাহ বাদী হয়ে রবিবার রাতে মামলা দায়ের করেন।