বিয়ানীবাজার প্রতিনিধি::
বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের কালাইউরা এলাকার সোনাই নদীর তীরবর্তী নির্জন টিলার ঝোপে অজ্ঞাত ব্যক্তির মস্তকবিহীন কংকাল পাওয়া গেছে। লাশের পাশে পড়ে রয়েছে রক্তমাখা লুঙ্গি ও জ্যাকেট।
মঙ্গলবার বিকালে স্থানীয়রা পঁচা গন্ধ পেয়ে ঝোপের কাছে গিয়ে লাশের কংকাল দেখতে পান। স্থানীয়রা বিয়ানীবাজার থানা পুলিশকে খবর দিলে ওসি অবনী শংকর করসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল সম্পন্ন করেছেন। পুলিশ মাথাবিহীন লাশের পাশে পড়ে থাকা লুঙ্গি ও কালো রঙের জ্যাকেট আলামত হিসাবে জব্দ করেছে। অজ্ঞাত ব্যক্তির লাশটি থেকে মাংস ঝরে গেছে। শুধু পায়ের গোড়ালিতে মাংস রয়েছে। কালাউরার সোনাই নদীর তীরবর্তী নির্জন টিলায় এলাকার শিশুরা খেলতে গিয়ে লাশটির সন্ধান পায়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বলেছেন, লাশটির কংকালের সুরতহাল সম্পন্ন করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের কংকালের সাথে মাথা সংযুক্ত ছিল না। লাশ শনাক্ত করার জন্য আলামত হিসাবে পরনের কাপড় জব্দ করা হয়েছে। থানায় নিখোঁজের কোন রেকর্ড নেই। আমরা আশপাশের থানাসহ দেশের সকল থানাকে এ বিষয়টি অবহিত করবো। তিনি বলেন, কংকাল দেখে স্বাভাবিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তিকে হয়তো দুই মাস আগে হত্যা করা হয়েছে।