সিলেট ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০
লন্ডনবাংলা ডেস্কঃঃ
রাজধানীর গোপীবাগে নির্বাচনী প্রচারণার চলাকালে সংঘর্ষের ঘটনায় থানায় মামালা দাযের করা হয়েছে। এবং এ ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। রোববার দক্ষিণ সিটির আওয়ামী লীগের মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপস এবং বিএনপির মেয়রপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ওয়ার্ড অওয়ামী লীগ নেতা মাকসুদ আহমেদ বাদী হয়ে ওয়ারি থানায় মামলা দায়ের করেলে পুলিশ অভিযান পরিচালনা করে ৫ আসামীকে গ্রেফতার করেছে। গোপীবাগ থেকে মামলার এজাহারনামীয় চার আসামিসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয় বরে জানিয়েছ পুলিম। বিএনপির ৪০-৫০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ শতাধিক লোককে আসামি করে এ মামলায় দায়ের করা হয়।
ওয়ারি জোনের সহকারী পুলিশ কমিশনার মো. হান্নানুল ইসলাম যুগান্তরকে বলেন, গোপীবাগে আজ সোমবার (২৭ জানুয়ারী) অভিযান চালিয়ে রোববারের সংঘর্ষের ঘটনায় সোহেল, তুহিন, বিল্লাল, ফারুক ও মুন্না নামে পাঁচজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।