সিলেট ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০
ক্রিড়া প্রতিবেদকঃ
বৃষ্টির কারনে বাংলাদেশ – পাকিস্তানের ক্রিকেট ম্যাচ বাতিল করা হয়েছে। লাহোরে বৃষ্টির কারণে ম্যাচের টস পর্যন্ত হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল হয়। পাকিস্তানের বিপক্ষে তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে প্রথম দুটিতে হেরে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য ধবলধোলাই এড়ানোর লড়াই।
আজ সোমবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল তিনটায় খেলা শুরু হওয়ার কথা ছিল। টস হওয়ার সময় নির্ধারণ ছিল দুপুর আড়াইটায়। কিন্তু বেরসিক বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। খেলা শুরু হওয়ার সর্বশেষ সময় দেওয়া হয়েছিল ৫টা ৩০ মিনিট। ওই সময়ে শুরু হলে খেলা হবে পাঁচ ওভারে। এর আগে যদি শুরু করা সম্ভব হয় তাহলে ওভার সংখ্যাও বাড়বে। কিন্তু বৃষ্টি আরও প্রবলভাবে শুরু হওয়াতে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
তিন ধাপের পাকিস্তান সফরের প্রথম ধাপে টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ। ২৪ তারিখ থেকে শুরু হওয়া এই সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশ হারে ৫ উইকেট ও ৯ উইকেটে। শেষ ম্যাচটি বাতিল হয় বৃষ্টির কারণে।