যুক্তরাজ্যের কারাবন্দিদের মুক্তির উদ্যোগ স্থগিত

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০

আন্তর্জাতিক ডেস্কঃঃ
করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সম্প্রতি যুক্তরাজ্যর কারাগারগুলো থেকে বাছাইকৃত কিছু বন্দিকে মুক্তি দেওয়ার উদ্যোগ নিয়েছিল দেশটি । তবে নির্দিষ্ট মানদণ্ডের বাইরে ভুল করে ছয় অপরাধীকে মুক্তি দেওয়ার ঘটনায় বন্দিমুক্তির প্রক্রিয়া স্থগিত করেছে দেশটি।

গতকাল শনিবার (১৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ওই প্রতিবেদনে বলা হয়, পৃথক দুই কারাগার থেকে মুক্ত হন ভুল করে ছাড়া পাওয়া ওই ছয় বন্দি। এ ঘটনাকে দেশটির বিচারমন্ত্রী রবার্ট বাকল্যান্ডের জন্য অত্যন্ত বিব্রতকর ঘটনা হিসেবে দেখা হচ্ছে।  তবে বিষয়টিকে মানবিক ভুল হিসেবেই দেখা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে বন্দিমুক্তির প্রক্রিয়াতেও পরিবর্তন আনা হচ্ছে বলে জানা গেছে।

 

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে এখন পর্যন্ত এক লাখ ৯ হাজার ৭৬৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৪ হাজার ৬০৭ জনের মৃত্যু হয়েছে।

Spread the love