সিলেট ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০
ক্রিয়া প্রতিবেদকঃঃ
নিরাপত্তা ইস্যুতে তিন ধাপে পাকিস্তান সফর করছে বাংলাদেশ। বৃষ্টির কারণে শেষ টি-টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত হয়। তাই আর দেরি না করে সন্ধ্যার পরপরই গাদ্দাফি স্টেডিয়ামের ড্রেসিংরুম ছেড়ে লাহোর বিমানবন্দরে যান টাইগাররা। সেখান থেকে রাতেই ঢাকার উদ্দেশে রওনা দেন তারা।
সোমবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান টাইগাররা। প্রথম ধাপে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফর করে বাংলাদেশ।
মূলত পাকিস্তানে কড়া নিরাপত্তার মধ্যে ছিল টিম বাংলাদেশ। হোটেল টু স্টেডিয়ামে তাদের চলাফেরা সীমাবদ্ধ ছিল। কয়েক দিনেই জীবন একঘেঁয়ে হয়ে উঠেছিল। সেই বন্দীজীবন থেকে মুক্তি পেতে নির্ধারিত সময়ের একদিন আগেই দেশটি ছাড়ে তারা। পুরোনো সূচি অনুযায়ী, ২৮ জানুয়ারি ঢাকায় ফেরার কথা ছিল তামিমদের।