সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০
এলবিএন ডেস্ক:
রাজধানীর হাজারীবাগের রায়েরবাজারে বুড়িগঙ্গা নদীর সীমনা পিলারের পাইলিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সিকদার মেডিক্যালের পেছনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
হাজারীবাগ থানার ওসি বিষয়টি নিশ্চিত করে বলেন, সিকদার মেডিকেলের পেছনে বুড়িগঙ্গা নদীর সীমনা পিলারের পাইলিংএর কাজ করতে গিয়ে তিন শ্রমিক বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকদের লাশ ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মিটফোর্ড মেডিকেল কলেজের মর্গে পাঠানো হচ্ছে। আর আহত একজনকে শ্রমিককে সিকদার মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।