সিলেট ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
দক্ষিণ আফ্রিকায় জসিম উদ্দিন (৩৫) নামে প্রবাসী এক বাংলাদেশিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। রোববার দক্ষিণ আফ্রিকার আমটাটা শহরে এ ঘটনা ঘটে।জসিম সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের পালিগিরি গ্রামের মুন্সি সারেং বাড়ির আবদুর রবের ছেলে।
নিহতের বাবা আবদুর রব জানান, ১৪ বছর ধরে তার ছেলে জসিম ও নাছির উদ্দিন দক্ষিণ আফ্রিকায় রয়েছে। রোববার জসিম বাসা থেকে বের হয়ে দোকানে যাওয়ার পথে রাস্তায় গতিরোধ করে ৪/৫ জন সন্ত্রাসী ছিনতাইয়ের চেষ্টা করলে তাদের সাঙ্গে জসিমের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে রাস্তায় ফেলে রাখে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।