চা শ্রমিকদের জন্য আর্থিক অনুদানের টাকায় বস্তিবাসীর নাম, চা শ্রমিকদের ক্ষোভ

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০

চা শ্রমিকদের জন্য আর্থিক অনুদানের টাকায় বস্তিবাসীর নাম, চা শ্রমিকদের ক্ষোভ
জুবায়ের আহমেদ/ বাহুবলঃঃ
হবিগঞ্জের বাহুবল উপজেলার ফয়জাবাদ চা বাগানে,সরকারের বরাদ্দকৃত আর্থিক অনুদানের জায়গায় চা শ্রমিকদের বদলে বস্তিবাসীর নাম দিয়েছে বাগান নেতারা। এ নিয়ে ফয়জাবাদ চা বাগানের শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়,প্রতি বছরের ন্যায় গত  বছর তালিকা তৈরি করে বাহুবল উপজেলা সমাজসেবা অফিসে জমা দেন বাগান শ্রমিকদের সভাপতি দুলাল, ঐ তালিকায় সভাপতি দুলাল বাগানের চা শ্রমিকদের বদলে নিজের ইচ্ছামত বস্তিবাসীর মহিলা সহ প্রায় ১৬ জনের নাম দিয়েছেন, চা শ্রমিকদের মধ্যে সরকারের বরাদ্দকৃত আর্থিক পাঁচ হাজার টাকা বিতরণের সময় বিষয়টি বাগানের শ্রমিকদের মধ্যে জানাজানি হয়। চা শ্রমিকরা সভাপতির এমন কর্মকান্ড জানার পর তাদের মধ্যে উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ঘটনার খবর পেয়ে সরেজমিনে ফয়জাবাদ চা বাগানে পরিদর্শনে গেলে শ্রমিকরা অভিযোগ করে বলেন, আমরা বড় অসহায় ও দুঃখী মানুষ।গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাদের চা শ্রমিকদের দুঃখ দূর্দশা দেখে প্রতিটা বাগানে সরকারী সাহায্যে হিসেবে প্রতি বছর কিছু চা শ্রমিকদের মধ্যে পাঁচ হাজার টাকা করে বিতরণ করা হয়।
কিন্তু গত বছরের তালিকায় সভাপতি দুলাল স্বজনপ্রীতির মাধ্যমে চা শ্রমিকদের জায়গায় প্রায় ১৬ জন বস্তিবাসীর নাম দিয়েছেন, আমরা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তার বিচার চাই এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবী জানাই। এব্যাপারে বাহুবল উপজেলা সু-যোগ্য নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি আমি শুনেছি এ বিষয়টি তদন্ত করার জন্য  উপজেলা সহকারী কমিশনার ভূমি খৃষ্টফার হিমেল রিছিলকে প্রধান একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে চা শ্রমিকদের সভাপতি দুলাল সাঁওতালের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন তালিকায় যাদের নাম দেয়া হয়েছে তারা আমাদের ওয়ার্কার সেজন্য তালিকায় তাদের নাম দেয়া হয়েছে। কিন্তু একটি নির্ভর যোগ্য সূত্রে জানা গেছে চা বাগানের শ্রমিকদের তালিকায় একজন ব্যক্তি ছাড়া অন্য কাহারো নাম নেই।
এ বিষয়ে সমাজসেবা কর্মকর্তা নুসরাত এ-ইলাইহির সাথে কথা হলে তিনি বলেন, এই তালিকা স্থানীয় চেয়ারম্যান ও নেতারা দিয়েছেন- আমরা তালিকায় যাদের নাম পেয়েছি তাদের হাতেই সরকারের পাঁচ হাজার টাকা তোলে দিয়েছি। ফয়জাবাদ চা বাগানের ব্যবস্থাপক মোঃ সাকলায়েনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথমে বলেন,চা শ্রমিকদের বদলে বস্তিবাসীর এটা প্রশ্নই আসেনা-? এর কিছুক্ষণ পরই তিনি বলেন হয়তো বাগানের ওয়ার্কার তালিকায় তাদের নাম হয়েছে সেজন্য তালিকায় তাদের নাম দেয়া হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930