সিলেট ২৫শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০
আন্তর্জাতিক ডেস্কঃ
মেক্সিকো সীমান্ত ঘেঁষা ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো শহর থেকে সবচেয়ে দীর্ঘতম চোরাচালান সুড়ঙ্গ আবিষ্কার করেছে যুক্তরাষ্ট্র।মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, সুড়ঙ্গটি ৪৩০০ ফুট পর্যন্ত বিস্তৃত।
সুড়ঙ্গটিতে লিফট, রেলপথ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা রয়েছে। সুড়ঙ্গটি দিয়ে ক্যালিফোর্নিয়া স্যান ডিয়াগো থেকে মেক্সিকো সিটির টিজুয়ানা পর্যন্ত যাওয়া যায়। তবে সুড়ঙ্গের সন্ধান মিললেও সেখান থেকে কাউকে আটক করা যায়নি।এর আগে ২০১৪ সালে স্যান ডিয়াগোতেই আরেকটি দীর্ঘ সুরঙ্গের সন্ধান পেয়েছিল যুক্তরাষ্ট্র। ওই সুড়ঙ্গটি ৩,২৫৯ ফুট বিস্তৃত ছিল। মূলত এই সব সুড়ঙ্গ দিয়েই যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে মাদক পাচার করা হয়।
এলবিএন/৩০-জ/আ/০১/০৩