৯ জঙ্গির চার জনের বাড়ি সিলেটে,আছেন চাকরিজিবী ও এনজিও কর্মকর্তাও

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০

৯ জঙ্গির চার জনের বাড়ি সিলেটে,আছেন চাকরিজিবী ও এনজিও কর্মকর্তাও
৪৭৪ Views

স্টাফ রির্পোটারঃ

সিলেটে আটককৃত ৯ জনের মধ্যে ৪ জন সিলেটের আর ৫ জন বগুড়া থেকে সিলেটে এসে অবস্থান করেছিলেন বলে জানিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট। আটককৃতদের মধ্যে চাকরিজিবী ও এনজিও কর্মকর্তাও আছেন বলে পুলিশ সূত্র জানায়। আটককৃতরা হলেন- বগুড়ার আব্দুল মান্নান আখন্দের ছেলে মানিক আখন্দ, নোয়াখালির আবুল কালামের ছেলে জহির উদ্দিন বাবর, সিলেটের জকিগঞ্জের মখদ্দস আলীর পুত্র রাসেল আহম্মদ, একই এলাকার মুক্তাদির মিয়ার পুত্র কামাল আহমদ, কুমিল্লারা আব্দুল আলীর পুত্র আবুল কালাম আজাদ, সুনামগঞ্জের আব্দুল আজিজের পুত্র তমি উদ্দিন সুমন, রাজশাহীর কায়েম উদ্দিনের পুত্র আশরাফুল ইসলাম, সিলেটের টুকেরবাজারের আব্দুস সালামের পুত্র জুয়েল আহম্মেদ, রাজশাহীর কায়েম উদ্দিনের পুত্র আশরাফুল ইসলাম ও সিলেটের গোলাপগঞ্জের আলাউদ্দিনের পুত্র স্বপন আহম্মেদ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১ টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে প্রেস কনফারেন্স করে এ সংক্রান্ত তথ্য জানানো হয়।বুধবার (২৯ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ১৬ হাজার টাকা ও কিছু লিফলেট উদ্ধার করা হয়।পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পক্ষ থেকে বলা হয়েছে, আটককৃত ‘আল্লাহর দলের’ সদস্যরা এখানে অবস্থান করে নাশকতার পরিকল্পনা করছিলো। তবে কি ধরণের নাশকতার পরিকল্পনা করছিলো তা এখনো জানা যায়নি।  এদের সাথে আর কারো যোগসূত্র আছে কি না তাও ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এলবিএন/এস/৩০-জ/০৭/আর/০৭-১

Spread the love

Follow us

আর্কাইভ

December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031