সিলেট ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
পুর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস এর বো ডেবনস রোড এর কাছে ২০ মিটার একটি বিশাল ক্রেন ভেঙ্গে পড়ে পার্শ্ববর্তী আবাসিক বিল্ডিং এ। ফলে ঘর দুটি ভেঙ্গে যায় এবং এর নীচে চাপা পড়ে আহত হন ৪জন বাসিন্দা।
প্রায় ২ টা ৪০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে মিনিট তিনেকের মধ্যে ছুটে আসে জরুরী সার্ভিসের কর্মিরা। ফায়ার ফাইটাররা আহত ৪ জনকে উদ্ধার করে। উদ্ধারকৃত মাথায় আঘাত প্রাপ্ত দুজনকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং আহত অপর দুজনকে এম্বুলেন্সে চিকিৎসা দেয়া হয়।
সর্বশেষ বিবিসি জানিয়েছে এই ঘটনায় ১জনের মৃত্যু হয়েছে। ৪জন আহত হয়েছেন।উদ্ধার কাজে অংশ নিয়েছে হোয়াইট চ্যাপেল, প্লামস্টেড, স্টার্টফোর্ড সহ পার্শ্ববর্তী কয়েকটি ফায়ার স্টেশনের কর্মীরা। আহতদের চিকিৎসার জন্য রয়েছে লন্ডন এম্বুলেন্সের বিশেষ টিম।পার্শ্ববর্তী একজন বাসিন্দা জানান ঘটনাস্থল পুলিশ ঘিরে রেখেছে। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। বন্ধ রয়েছে ডেভেন্স রোড। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন স্থানীয় এমপি আপসানা বেগম ও মেয়র জন বিগস। পার্শ্ববর্তী কয়েকটি ঘরের বাসিন্দাদের স্থানীয় স্কুলে সরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছে কাউন্সিল কর্তৃপক্ষ।