প্রাথমিকে ২৬ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হবে মার্চ মাসে

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২০

প্রাথমিকে ২৬ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হবে মার্চ মাসে
Spread the love

৯৪ Views

প্রতিনিধি/কুড়িগ্রামঃ

আগামী মার্চ মাসের মধ্যে সারা দেশের প্রাথমিক বিদ্যালয় গুলোতে আরোও ২৬ হাজার শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে । বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) কুড়িগ্রাম পিটিআইয়ের নবীনবরণ ও অভিষেক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন। প্রতিমন্ত্রী বলেন,চরাঞ্চল ও হাওরাঞ্চলের শিক্ষার প্রসারে সরকার নতুন পদক্ষেপ নিয়েছে। নতুন করে আরও স্কুল করা হবে। আগামী মাসেই ২৬ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এসব শিক্ষককে চরাঞ্চলে পোস্টিং দেয়া হবে।প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন আরও জানান, মুজিববর্ষে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হবে। এ সংক্রান্ত একটি নীতিমালা ইতোমধ্যেই কেবিনেটে পাস হয়েছে। পর্যায়ক্রমে সব বিদ্যালয়ে এটি বাস্তবায়ন করা হবে।

কুড়িগ্রাম পিটিআই এর সুপারিনটেনডেন্ট উত্তম কুমার ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ, যুগ্মসচিব জোবায়েদুর রহমান,জেলা প্রশাসক সুলতানা পারভীন, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, রংপুর বিভাগীয় উপ-পরিচালক খোন্দকার ইকবাল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলাম ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লবসহ অনেকে।

 

এলবিএন/৩১-জ/এস/৭০/-০২

 


Spread the love

Follow us

আর্কাইভ

April 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930