সিলেট ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০
জেলা প্রতিনিধি/ সুনামগঞ্জঃঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের পিইসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী ও যুক্তরাজ্য প্রবাসীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার দুপুরে আইডিয়াল কিন্ডারগার্টেনের উদ্যোগে কিন্ডারগার্টেনের হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, সিংচাপইড় ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী আজাদ আলী ও এসোসিয়েশনের অর্থ সম্পাদক হাজী যুক্তরাজ্য আলী আহমদ।
কিন্ডারগার্টেন পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক রুবেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন। বক্তব্য রাখেন, পরিচালনা কমিটির সহ-সভাপতি ডাঃ. মঈন উদ্দিন, সাবেক সহ-সভাপতি মুহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক রাসেল আহমদ, অর্থ সম্পাদক শুয়াইবুর রহমান, সাংবাদিক হেলাল আহমদ, সাবেক শিক্ষক মিজানুর রহমান সাইদ। এসময় পরিচালনা কমিটির সদস্য শামছুল হক, স্থানীয় রাসেল মিয়া, আব্দুল হক, অভিভাবক ফারুক আহমদ, শিক্ষক শুয়েবুর রহমান, শিক্ষিকা মাহফুজা আক্তার বিলকিছ, ছামিয়া বেগম, তামান্না বেগম প্রমূখ উপস্থিতি ছিলেন। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী লায়েক আহমদ ও কবিতা আবৃত্তি করেন রাকিবুন নাহার মিনহা।