সিলেটের চার জেলা সমন্বয়ে গঠিত মায়াবী সংগীতালয় একাডেমী। এ একাডেমীর শিল্পী ও বাদকদের গতকাল মঙ্গলবার ঈদ সামগ্রী উপহার দেওয়া হয়েছে।শুরুতে মায়াবী সংগীতালয় একাডেমীর সভাপতি বাউল মোঃ লেবু মিয়া সরকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বুলবুল আহমদ এর পরিচালনায় আলোচনা সভা শেষে উক্ত মায়াবী সংগীতালয় একাডেমীর উপদেষ্টা লন্ডন প্রবাসী মছনু আহমদ চৌধুরীর অর্থায়নে একাডেমীর সদস্য ঘরবন্ধি শিল্পি ও বাদকদের মধ্যে ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়েছে।
পরে উপদেষ্টা মছনু আহমদ চৌধুরী সহ বিশ্ববাসীর শান্তি কামনায় দুরুদ শরীফ ও কোরআন থেকে তেলাওয়াত শেষে মোনাজাত করেন, মাওলানা ফয়জুর রহমান চৌধুরী।এ সময় উপস্থিত ছিলেন, সহ কোষদক্ষ নবীর হোসেন মধু, পরিবেশ বিষয়ক সম্পাদক হুমাউন কবির, সহ পরিবেশ বিষয়ক সম্পাদক আইনুল হক, সদস্য চুনু মিয়া, রোজু মিয়া, আল আমিন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।