সিলেট ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলার সদর থানা ও এসএমপির শাহপরাণ থানা থেকে পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান গাঁজা উদ্ধার করা হয়।
এক সংবাদবিজ্ঞপ্তিতে র্যাব জানায়, শনিবার রাত ১০টার দিকে র্যাবের একটি দল সুনামগঞ্জ জেলার সদর থানার উত্তর মল্লিকপুর গ্রামে অভিযান চালায়। এসময় ১ কেজি গাঁজাসহ মো. আব্দুল মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতারকরা হয়। সে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়ের গড় গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে। পরে গাঁজাসহ আব্দুল মিয়াকে সুনামগঞ্জের সদর থানায় হস্তান্তর করা হয়।
এদিকে, এসএমপির শাহপরাণ থানা এলাকা থেকে গাঁজাসহ ০১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। শনিবার রাত ১০টায় র্যাবের আরেকটি দল শাহপরাণ থানার টিকরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ একজনকে আটক করে। আটক রবীন্দ্র ভূমিজ (৩০), শাহপরাণ থানার শুকরাটুক গ্রামের চৈতন ভূমিজের ছেলে। পরে উদ্ধারকৃত গাঁজাসহ রবীন্দ্রকে শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।