সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০
স্টাফ রিপোর্টারঃঃ
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা থেকে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। গ্রেফতারকৃতরা হচ্ছে- রনি দাস (৩৫) । সে হবিগঞ্জ সদর থানার মোহনপুর গ্রামের মৃত সন্তোষ দাসের পুত্র। ও মো. বিল্লাল (২৩)। একই থানার মির্জাপুর গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, শনিবার রাত ১২টার দিকে র্যাবের একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার চুনারুঘাটউপজেলার রাজার বাজারে অভিযান চারিয়ে ২৮৫ পিস ইয়াবাসহ ২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পরে ইয়াবাসহ গ্রেফতারকৃতদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।