নবীগঞ্জে স্বাস্থ্যবিধি ও মাস্ক না থাকায় ভ্রাম্যমান আদালতে জরিমানা 

প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০২০

নবীগঞ্জে স্বাস্থ্যবিধি ও মাস্ক না থাকায় ভ্রাম্যমান আদালতে জরিমানা 

প্রতিনিধি/ নবীগঞ্জঃঃ

মহামারীর করোনার জন্য সারা দেশে চলছে যার যার মতে। কে শুনে কার কথা। প্রশাসন, গণমাধ্যম, স্বাস্থ্যকর্মী সহ বিভিন্ন টিভির পর্দায় দেখানো হচ্ছে করোনার অবস্থা। কিন্তু কেউই মানতেছেননা এসব স্বাস্থ্যবিধির কথা। জীবনের তাগিদে হতে হচ্ছে বাহির। কারো ঘরে নেই, চাল, ডাল, তৈল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের শহর, হাট- বাজার রাস্তা- ঘাট নিয়মনীতি না মেনে ছোট বড় পরিবাগুলো চলছে। এর মধ্যে শতকরা ৮০ ভাগ মানুষের মধ্যে মাস্ক নেই। স্বাস্থবিধি না মেনে চলাফিরা করার কারণে  ও মাস্ক পরিধান না করায় নবীগঞ্জ শহরের বিভিন্ন স্থানের কয়েক ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার ৩শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

এদিকে শতাধীক শ্রমিকের দাবী বলেন, আমরা শুনেছি করোনাকালীন সময়ে সরকারে তরফ থেকে আমাদেরকে যে টাকা দিয়েছিলন সেসব টাকা পয়সা আমরা পাই নি!  মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন স্বাস্থ্য বিধি মানায় এসব জরিমানা করেন।এসময় শেরপুর রোড বাসস্ট্যান্ড এলাকায় বাস ও সিএনজি চালকদের বলেন, কেউ অতিরিক্ত যাত্রী পরিবহনে তুলবেন না। এবং স্বাস্থ্য বিধি মেনে চলা সহ সরকার নির্দেশনা অনুযায়ী যথাযথ ভাবে ভাড়া আদায়ের জন্য সর্তকও করেন।এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন বলেন, মাস্ক পরিধান না করায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ১০হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে এ অভিযান অব্যাহত থাকবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031