সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে চলমান সড়ক ও কালভার্ট কাজের লোহা সহ মালামাল চুরির দায়ে সুলেমান মিয়া (১৯) নামের এক চিহিৃত চোরকে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন আটক করে থানা পুলিশে সোপর্দ করেছেন। সে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের শফিক মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ২ ফেব্রুয়ারি রোববার জগন্নাথপুর-রাণীগঞ্জ সড়ক ও কালভার্ট নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের নাদিম সহ অন্য লোকজন লোহা সহ বিভিন্ন মালামাল চুরির দায়ে সুলেমানকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই অনুজ কুমার দাশ বলেন, ধৃত সুলেমান এলাকার চিহিৃত চোর। সে অনেকবার বিভিন্ন স্থানে চুরি করেছে। এছাড়া স্থানীয়দের মধ্যে অনেকে জানান, সম্প্রতি একটি চুরির ঘটনায় জনতা সুলেমানকে গণধোলাই দেন। এ সময় শিশু নির্যাতন মামলা দিয়ে অনেক গণ্যমান্য ব্যক্তিদের হয়রানী করা হয়েছে।