ছাতকে ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত তরুন প্রজন্মদলের কেন্দ্রিয় যুগ্ম সম্পাদক নির্বাচিত

প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২০

ছাতকে ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত তরুন প্রজন্মদলের কেন্দ্রিয় যুগ্ম সম্পাদক নির্বাচিত

 প্রতিনিধি/ছাতকঃঃ

ছাতকের চরমহল্লা ইউনিয়নের চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ স্থানীয় বিষয়ক সম্পাদক আবুল হাসনাত জাতীয়তাবাদী তরুন প্রজন্মদলের কেন্দ্রিয় কমিটির যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন। ১৫ জুলাই কেন্দ্রিয় কমিটির দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গির আলম সাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়। চেয়ারম্যান আবুল হাসনাত ছাত্রদল থেকে উঠে আসা বিএনপির একজন পরীক্ষিত সৈনিক। বিগত দিনের সকল জাতীয় ও স্থানীয় আন্দোলনে একজন লড়াকু সৈনিক হিসেবে রাজপথে তাকে দেখা গেছে।

 

 

জাতীয়তাবাদী চেতনায় দীক্ষিত আবুল হাসনাত ১৯৯৩ইং সালে ছাতক ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়ে তার আনুষ্ঠানিক রাজনৈতিক পথচলা শুরু হয়। পরে তিনি উপজেলা ছাত্রদলের সহ সভাপতিও নির্বাচিত হয়েছিলেন। বিএনপির একজন নিবেদিত প্রান হিসেবে দলের মুল্যায়নে তিনি সন্তুষ্টিও প্রকাশ করেছেন। বর্তমানে তিনি সুনামগঞ্জ জেলা বিএনপির সহ স্থানীয় বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। এ ছাড়া আবুল হাসনাত চরমহল্লা ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাকালিন সভাপতি এবং চরমহল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদকও নির্বাচিত হয়েছিলেন।

 

 

বর্তামানে ছাতক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবং সুনামগঞ্জ জেলা বিএনপির সহ স্থানীয় বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ছাতক উপজেলায় বিএনপি ও সহযোগি সংগঠনের সাংগঠনিক কাঠামো মজবুত করতে আবুল হাসনাত গুরুত্বপূর্ন ভুমিকা রয়েছে। জাতীয়তাবাদী তরুন প্রজন্মদলের কেন্দ্রিয় কমিটির যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত করায় জাতীয়তাবাদী তরুন প্রজন্মদলের কেন্দ্রিয় কমিটির

 

 

সভাপতি মুখলেছুর রহমান, সাধারন সম্পাদক জিএস কামাল এবং সহ সভাপতি এবাদুর রহমান(সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক)সহ কেন্দ্রিয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন আবুল হাসনাত।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031