প্রতিনিধি/বাহুবলঃঃ
হবিগঞ্জের বাহুবলে তিন ইয়াবা ব্যবসায়ীকে ইয়াবা বিক্রির টাকা সহ হাতেনাতে আটক করে মডেল থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার এসআই (নিঃ) মোঃ শাহ্ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে বাহুবল উপজেলার পশ্চিম ভাদেশ্বর, উজিরপুর ও কবিরপুর বাদে সাতপাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করেন।পুলিশের অভিযানের সময়.১২৪.পিস ইয়াবা ট্যাবলেট সহ তিন ব্যবসায়ীকে আটক করা হয় , এসময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট বিক্রির নগদ ১৬,১২০/-টাকা উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে তিনজনকে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযুক্তরা হলেন পশ্চিম ভাদেশ্বর গ্রামের মৃত রহমত আলীর ছেলে জুনাব আলী(৩২) বাহুবল সদরের উজিরপুর গ্রামের মৃত মশরফ উল্ল্যাহ,র ছেলে আব্দুস সালাম(৩৩) ও কবিরপুর বাদে সাতপাড়িয়া গ্রামের মৃত ইমান আলীর ছেলে মোঃ জসিম উদ্দিন(৩৫)। উল্লেখ্য যে ইদানিং বাহুবল উপজেলার বিভিন্ন স্থানে মরণ নেশা ইয়াবা ব্যবসায়ীরা সক্রিয় হয়ে উঠেছে।
মরণ নেশা ইয়াবার ছোবল থেকে বাঁচাতে উদ্বেগ প্রকাশ করেছেন ভুক্তভোগী অভিভাবকরা।এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হলে মডেল থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান।