সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২০
লন্ডন অফিসঃঃ
লন্ডনে ছুরিকাঘাতে দু ব্যক্তিকে আহতের পর ঐ হামলাকারীকে গুলি করে হত্যা করেছে পুলিশ। সাউথ লন্ডনের ব্যস্ততম স্ট্র্যাথাম হাইস্ট্রীটে রোববার বিকেল ২টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, স্ট্র্যাথামহীল স্টেশনের পাশে একটি দোকানে প্রবেশ করে এক ব্যক্তি ছুরি দিয়ে এলোপাতারি হামলা শুরু করে। হামলায় অন্তত তিনজন আহত হলেও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে মেট পুলিশ জানিয়েছে।
হামলার পরপরই সাদা পোষাকের পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়। হামলকারীর পরনে সুসাইড ভেস্ট পরা ছিল বলে সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে। তাৎক্ষনিকভাবে এয়ার এম্বুলেন্স এবং সশস্ত্র পুলিশও সেখানে গিয়ে হাজির হয়।
ঘটনাকে সন্ত্রাসী হামলা বিবেচনায় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ডানপন্থী কিছু সংবাদ মাধ্যমে হামলাকীরাকে ইসলামিস্ট বলেও উল্লেখ করেছে। যদিও পুলিশের পক্ষ থেকে হালমাকারী বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হয়নি।